বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
The Daily Post

ফুলবাড়ীতে তিন দিনব্যাপী কৃষিমেলার উদ্বোধন 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ীতে তিন দিনব্যাপী কৃষিমেলার উদ্বোধন 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩ দিনব্যাপী কৃষিমেলার উদ্বোধন করা হয়েছে। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় সোমবার (৯ সেপ্টেম্বর) এ উপলক্ষে কৃষি সমপ্রসারণ অধিদপ্তর ফুলবাড়ী কুড়িগ্রামের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  

পরে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে কৃষিমেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর উপস্থিত অতিথিরা মেলার বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও বনজ বৃক্ষের চারার ২৫টি স্টল পরিদর্শন করেন এবং ফটো সেশনে অংশগ্রহণ করেন। 

সবশেষে ফুলবাড়ী ইউএনও রেহেনুমা তারান্নুমের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা সঙ্গীতা সরকারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন। 

এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক, মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের সব কর্মকর্তারা, উপ সহকারী কৃষি কর্মকর্তারা, খামারী, কৃষক-কৃষাণীরাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

টিএইচ